- সারাদেশ
- রায়গঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রায়গঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী তাঁতিপাড়ার একটি পুকুর থেকে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী তাঁতিপাড়া গ্রামের লিটন গুনের পুকুরে সন্তোষ গুনের স্ত্রী সোহাগী রানী গুনের লাশ ভাসতে দেখেন ওই পুকুরের নৈশপ্রহরী। পুকুর মালিক রায়গঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ রাতেই উদ্ধার করে পরদিন সকালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোহাগীর ছেলে সুমন দত্ত, সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। সোনাখাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন মোবাইলে বলেন, স্থানীয়দের মধ্যে বিরোধের জেরে সোহাগী রানী খুন হয়ে থাকতে পারেন।
মন্তব্য করুন