- সারাদেশ
- ভুয়া পশু চিকিৎসককে জরিমানা
ভুয়া পশু চিকিৎসককে জরিমানা

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে আটক হন আতাউর রহমান নামে এক ভুয়া পশু চিকিৎসক - সমকাল
সিরাজগঞ্জের শাহজাদপুরে আতাউর রহমান নামে এক ভুয়া পশু চিকিৎসক গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। আতাউরের বাড়ি উল্লাপাড়া উপজেলার বেখুয়া গ্রামে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের পাড়-জামিরতা গ্রামের আলাল হোসেনের বাড়িতে গিয়ে আতাউর নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন। পরে তিনি একটি এনজিওর কথা বলে আলালের গরুর জন্য স্বল্পমূল্যে ওষুধ দেওয়ার লোভ দেখান। পরে ইনজেকশনের মাধ্যমে ওষুধ দেওয়া দেখে আলালে সন্দেহ হলে উপজেলা পশু হাসপাতালের পোরজনা ইউনিয়নের কর্মকর্তাকে মোবাইলে জানান। পরে ওই কর্মকর্তা ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই শেষে উপজেলা ভেটেরিনারি সার্জন মীর শওকাত হোসেনকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহাও বিষয়টি জানতে পারেন।
শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত আতাউরকে জরিমানা করেন। আতাউর আরও কিছু খামারির সঙ্গে একইভাবে প্রতারণা করেছেন।
মন্তব্য করুন