- সারাদেশ
- পুলিশের ছিনিয়ে নেওয়া অস্ত্র আড়াই মাস পর উদ্ধার
হাটহাজারী থানায় হেফাজতের তাণ্ডব
পুলিশের ছিনিয়ে নেওয়া অস্ত্র আড়াই মাস পর উদ্ধার

হাটহাজারী থানা- ফাইল ছবি
হাটহাজারী থানায় তাণ্ডব চালিয়ে হেফাজত নেতাকর্মীদের পুলিশের পিস্তল ও গুলি ছিনিয়ে নেওয়ার আড়াই মাস পর পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে হাটহাজারীর মিরেরহাট এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, হাটহাজারীতে তাণ্ডবের সময় থানার এএসআই মো. ইউসুফের একটি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি হারিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরেরহাট এলাকার জঙ্গল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গত ২৬ মার্চ বিক্ষোভ চলাকালে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এ সময় গুলিতে মারা যান চার হেফাজত কর্মী। এসব ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজার লোককে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। মামলায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন