- সারাদেশ
- রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেলে করোনায় ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৭ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন এবং নাটোরের ১ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ২৯০ জন। আইসিইউতে আছেন ১৮ জন।
তিনি জানান, দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনা ও কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।
মন্তব্য করুন