- সারাদেশ
- ওসির অপসারণসহ ৪ দাবিতে গাইবান্ধায় চলছে হরতাল
ওসির অপসারণসহ ৪ দাবিতে গাইবান্ধায় চলছে হরতাল

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের অপসারণসহ চার দফা দাবিতে গাইবান্ধা জেলা শহরে আধাবেলার হরতাল চলছে।
বৃহস্পতিবার সকাল ছয়টায় শুরু হওয়া হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের এই কর্মসূচি চলবে দুপুর দুইটা পর্যন্ত।
সকাল থেকেই হরতালকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। হত্যাকাণ্ডের বিচারের ও ওসির অপসারণ চেয়ে স্লোগান দেন তারা।
হরতালে শহরের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। তবে দূরপাল্লার কিছু যানবাহন চলেছে। বন্ধ আছে রিকশা, ভ্যান, অটোরিকশা চলাচল।
গত ১০ এপ্রিল বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক। লাশ উদ্ধারের পরপরই পুলিশ মাসুদ রানাকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর সদর থানার ওসি মাহফুজার রহমানের অপসারণসহ চার দফা দাবিতে গত ৩১ মে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ। সেখান থেকে সদর থানার ওসির অপসারণের জন্য সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার হরতাল পালন করা হচ্ছে।
মন্তব্য করুন