চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাহ্ উদ্দিন খান (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জ্যেরটেক এলাকার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাহ্ উদ্দিন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাসানদন্ডী গ্রামের মৃত আমানত খানের ছেলে। জব্দকৃত ইয়াবাগুলো আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, মইজ্জ্যেরটেক এলাকার চেক পোস্টে তল্লাশির সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সালাহ্ উদ্দিন খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো চট্টগ্রামে এনেছেন বলে স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে তার বাড়ি চন্দনাইশ এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।