- সারাদেশ
- খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি স্থগিত
খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি স্থগিত

শয্যা খালি না থাকায় খুলনা করোনা হাসপাতালে রোগী ভর্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।
১০০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১৩০ জন রোগী। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বৃহস্পতিবার সকাল আটটায় রোগী ভর্তি ছিল ১২৬ জন। পরে আরো চারজন ভর্তি হযন। কিন্তু শয্যা খালি না থাকায় এখন আর কোনো রোগী ভর্তি করা সম্ভব নয়। শয্যা খালি হলে রোগী ভর্তি করা যাবে।
মন্তব্য করুন