- সারাদেশ
- করোনা পরীক্ষার জন্য অনুমোদনের অপেক্ষায় খুবির আরটি-পিসিআর ল্যাব
করোনা পরীক্ষার জন্য অনুমোদনের অপেক্ষায় খুবির আরটি-পিসিআর ল্যাব

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) করোনার নমুনা পরীক্ষায় আরটি-পিসিআর মেশিন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কিট পেলে দ্রুতই পরীক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে ল্যাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১২টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে এ তথ্য জানানো হয়। এ সময় উপাচার্য করোনা পরীক্ষার আগ্রহ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তার নমুনা সংগ্রহ করা হয়।
পরে উপাচার্য জিনোম সিকোয়েন্স ল্যাবে স্থাপিত আরটি-পিসিআর মেশিন এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন। এছাড়াও উপাচার্য কেন্দ্রীয় গবেষণাগারের অন্যান্য ল্যাব ও ভবনের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি নির্মাণকাজ ত্বরান্বিত করাসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা দেন।
এসময় কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান, গবেষণাগারের যুগ্ম পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. নাজমুল ইসলাম, প্রফেসর ড. তুহিন রায়, স্থপতি শেখ কবির আহমেদ, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক এই আরটি-পিসিআর মেশিনে করোনাভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাস শনাক্ত করা যাবে। এতে করে জেনোমিক্স ল্যাবের অধীনে আরটি-পিসিআর ল্যাবটি শিক্ষার্থীদের গবেষণার কাজে বড় ধরনের সহায়ক হবে। করোনা মহামারি পরিস্থিতি শুরু হলে গত বছরের অক্টোবর মাসে এই ভাইরাস শনাক্তকরণে প্রয়োজনীয় আরটি-পিসিআর মেশিন কেনার উদ্যোগ নেয় খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মন্তব্য করুন