- সারাদেশ
- গ্যাস চুরি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাড়ে ৯ কোটি টাকার মামলা
গ্যাস চুরি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাড়ে ৯ কোটি টাকার মামলা

ইউপি চেয়ারম্যান বজলুর রহমান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিতাস গ্যাস চু্রির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের নামে মামলা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৯ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। বুধবার রাতে মামলাটি দায়ের করেন গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানির চন্দ্রা শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী মুসফিকু রহমান খান।
তিতাস গ্যাসের চন্দ্রা শাখার কর্মকর্তারা জানান, ছয় মাস ধরে তাদের ভূ-গর্ভস্থ গ্যাসপাইপ অবৈধভাবে বাইপাস করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় গ্যাস বিক্রি করে আসছিল তুরাগ সিএনজি ফুয়েলিং স্টেশন।
তিতাসের চন্দ্রা শাখার কর্মকর্তারা ৩ জুন ওই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিছিন্ন করেন। পরে তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাতে ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
অবশ্য ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের দাবি, তিতাস গ্যাস কোম্পানির কর্মচারীর মাধ্যমেই ওই অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চালাত তার কর্মচারীরা।
মন্তব্য করুন