রংপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো, রংপুর নগরীর এরশাদ নগরের শরিফুল ইসলাম (২৩), নিউ আদর্শপাড়ার আফতাব হোসেন (৩২), হাজিরহাট রাধাকৃষ্ণপুরের রিপন মিয়া (৩৫), বুড়িরহাট বাহাদুর সিংহ এলাকার লাবু মিয়া (৩০), দক্ষিণ আরাজি নিয়ামতের আব্দুল মতিন মিয়া এবং গঙ্গাচড়া বড়বিল ইউনিয়নের শিমুল মিয়া (২৬)।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, ‘লালমনিরহাট সদরের সেকেন্দার আলীর (৪৮) ছেলে আমিনুল ইসলাম (১৫) গত ২৫ মে সকালে উপজেলার মহেন্দ্র নগর তারকাটা কেনার জন্য যায়। এ সময় চোর চক্রের একজন রংপুরে আসা-যাওয়া করবে চুক্তি করে আমিনুলের অটোতে করে নগরীর লালবাগে আসে। পরে হোটেলের সামনে অটো রেখে আমিনুলকে ভাত খেতে বলে চোর চক্রের ওই সদস্য অটো চুরি করে।’ 

এ ঘটনায় গত ৮ জুন সেকেন্দার আলী মেট্রোপলিটন ডিবির কাছে অভিযোগ দিলে তদন্তে নামেন পুলিশ সদস্যরা। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদের নেতৃত্বে বুধবার নগরীর এরশাদ নগরে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে, বুধবার সকাল ৫টা ১৫ মিনিটে চোর চক্রের সদস্য লাবু মিয়ার বাড়ি থেকে চোর চক্রের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং শিমুল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া ইজিবাইক দুটি উদ্ধার করা হয়।