- সারাদেশ
- পংকজ দেবনাথের গাড়িতে হামলা: আ' লীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পংকজ দেবনাথের গাড়িতে হামলা: আ' লীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের হিজলায় এমপি পংকজ দেবনাথের গাড়িতে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এমপির অনুসারী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেন। আসামিরা পংকজ দেবনাথের বিরোধীপক্ষের নেতাকর্মী বলে পরিচিত। এর আগে মঙ্গলবার রাতে হিজলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হামলার পর পুলিশি অভিযানে পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এমপি পংকজ আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় ক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়েছেন বলে দাবি অন্যপক্ষের।
ওসি অসীম কুমার সিকদার বলেন, মঙ্গলবার ওই ঘটনার পর যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তারা জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার।
ইব্রাহিম সরদার মামলায় অভিযোগ করেছেন, পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার আসামিরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও দামি মোবাইল ফোনসেট নিয়ে গেছেন। এ সময় এমপি পংকজের গাড়িবহর ঘটনাস্থল অতিক্রম করার সময় আসামিদের নিক্ষেপ করা ইটে গাড়ির কাচ ভেঙে যায়।
বড়জালিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার বলেন, এমপি পংকজ নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ক্ষুব্ধ নেতাকর্মীরা তার গাড়িতে হামলা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, নেতাকর্মীদের নিয়ে সভা করে মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলার বড়জালিয়া, মেমানিয়া, হরিনাথপুর ও গুয়াবাড়িয়া ইউনিয়নে আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে হরিনাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান এমপি পংকজের সমর্থনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে অভিযোগ আছে। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের এমপি পংকজের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ সক্রিয়। গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত তাদের বিরোধের বলি হয়ে চারজন খুন হয়েছেন।
মন্তব্য করুন