করিমগঞ্জের সাতারপুর বাজার সংলগ্ন নরসুন্দা নদীতে সেতু উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এর উদ্বোধন করেন। ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণে ৫ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয় হয়েছে।

সেতু উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। ফলে কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হলো। এতে কিশোরগঞ্জ শহরের যানজটও অনেকটাই কমে যাবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করায় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে লাঠি খেলার মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনকালে মুজিবুল হক চুন্নু বলেন, শেখ হাসিনা সরকারের ১২ বছরে গ্রামীণ অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ সময় জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক উদ্দিন আবাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য আমিনুল ইসলাম খান বাবলু, করিমগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, জেলা যুবলীগের নেতা ইবনে আব্দুল্লাহ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।