- সারাদেশ
- টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে মিলগেট এলাকায় অলিম্পিয়া মিলের ঝুটের গুদামে আগুন লেগেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিলের ঝুটের গুদামে আগুন লাগার পর পাশে থাকা অন্যান্য গুদামেও ছড়িয়ে পড়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
রাত ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
মন্তব্য করুন