চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে শনিবার অজ্ঞাতপরিচয় আরও একজনের লাশ ভেসে এসেছে।

এর আগে গত ৭ জুন একই নদীতে ভারত থেকে ভেসে আসা ফুলে-ফেঁপে ওঠা একটি লাশ উদ্ধার করে পুলিশ।

চারদিনের মাথায় শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুরে মহানন্দা নদীতে লাশটি ভেসে আসে।

বোয়ালিয়া ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোর্তোজা জানান, সকালে মহানন্দা নদীতে লাশটি ভেসে আসতে দেখে লোকজন। ধারণা করা হচ্ছে, এটির কয়েকদিন আগের। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস  জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।