- সারাদেশ
- মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিহতদের স্বজনের আহাজারি -সমকাল
মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যশোরমুখী লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৫) এবং একই ইউনিয়নের ছোট শাকরাইল গ্রামের দীনেশ হালদারের ছেলে দিপু হালদার (২৫)। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক রনি মিয়া (৩০) গুরুতরভাবে আহত হয়েছে।
নিহত আলিমের ভাতিজা আতিকুর রহমান আতিক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে ঢাকার উদ্দেশে বের হন আলিম ও তার বন্ধু দিপু হালদার। আলিম ঢাকায় আড়ংয়ের একটি শোরুমে এবং দিপু তাঁতীবাজার এলাকার একটি জুয়েলারি দোকানে কাজ করতেন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালে যশোরমুখী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আলিম ও আরোহী দিপু। তাদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, গুরুতর আহত রনি মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা লাশটি বিশেষ ব্যবস্থাপনায় যশোরে পাঠানো হয়েছে।
অ্যাম্বুলেন্সে লাশের সঙ্গে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন