মেহেরপুরের মুজিবনগরে কুপিয়ে ও পিটিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-যতারপুর গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সবজি ব্যবসায়ী সাইদুর রহমান ও একই গ্রামের মনিরুল ইসলাম মনি।

মুজিবনগর থানার ওসি মো. আব্দুল হাসেম জানান, মনিরুল একজন মাদকসেবী। তিনি রাস্তার পাশে গাঁজা সেবন করছিলেন। গাঁজা সেবনে বাধা দেওয়ায় সাইদুরকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এসময় মাদকসেবী মনিরুলও গণপিটুণিতে নিহত হন। 

ওসি জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।