- সারাদেশ
- নাফ নদ থেকে ২ শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার
নাফ নদ থেকে ২ শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নাফ নদ থেকে ২ শিশুসহ তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদে নৌকাডুবে একই পরিবারের দুই শিশুসহ তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শনিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নাফ নদের তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতেরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্পের সমজিদা বেগম ও তার মেয়ে নুর শহিদা এবং রশিদা।
মিয়ানমারে স্বজনদের কাছে নৌকা নিয়ে অবৈধভাবে যাওয়ার পথে এ দুর্ঘটনায় আরো নিখোঁজ থাকার খবর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নাফ নদ থেকে দুই শিশুসহ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তারা মিয়ানমারে যাচ্ছিল, নাকি সেদেশ থেকে আসছিল তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি। নৌকাতে কতজন রোহিঙ্গা ছিল সেটি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রস্তুতি চলছে।
রোহিঙ্গাদের ভাষ্যমতে, সম্প্রতি একটি দালাল চক্রের হাত ধরে নৌকা নিয়ে বাংলাদেশ-মিয়ানমার পারাপার করে আসছে রোহিঙ্গারা। সে সুবাদে এখান থেকে জানে আলম নামে এক ব্যক্তি পরিবারের পাঁচ সদস্য নিয়ে মিয়ানমারে স্বজনদের কাছে যাচ্ছিল। এসময় ঝড়ে নৌকাটি ডুবে যায়। এতে তিনজন প্রাণ হারায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, নাফ নদের তীরে ভেসে আসা তিন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে। মিয়ানমারে যাওয়ার পথে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু সেই নৌকাতে আরো রোহিঙ্গা থাকার খবর রয়েছে।
মন্তব্য করুন