- সারাদেশ
- কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক
কোম্পানীগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের ডাক

কোম্পানিগঞ্জে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বসুরহাট চাপরাশিরহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বাদল অনুসারীরা
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা আ’লীগের একাংশের মূখপাত্র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা মাহবুব রশিদ মঞ্জু তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ আহ্বান জানান।
মেয়র আবদুল কাদের মির্জা ও তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও সাবেক ছাত্রলীগ সভাপতি হাসিব আহসান আলালের ওপর হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
এ সময় মঞ্জু সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বলেন, আপনাদের দিন শেষ, আপনার ডুয়েল স্ট্যাল্ডবাজি বন্ধ করুন।
তিনি বলেন, বদমাইশ, লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, খুনী ও সন্ত্রাসী মির্জা এবং তার দোসরদের গ্রেপ্তার করতে হবে। না হলে ৪৮ ঘন্টা পর কোম্পানীগঞ্জে লাগাতার হরতাল দেওয়া হবে। এসময় নৃশংস ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার দাবি করে মঞ্জু বলেন, ১০০টি লাশ পড়লেও আমরা রাস্তা থেকে সরে যাবো না। আন্ডার গ্রাউন্ডে চলে গিয়ে আমাদের এ কর্মকাণ্ড চালিয়ে যাব।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জের সব জায়গায় আপনারা বিক্ষোভ মিছিল করেন, দোকানপাট, রাস্তাঘাট সব বন্ধ করে দিন।
মঞ্জু বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে বসুরহাট উত্তর বাজার প্রেসক্লাবের সামনে কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনী তাদেরকে লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে। এসময় তারা বাদলের হা-পা ভেঙ্গে, মাথা ফাটিয়ে দেয় এবং বুকের পাজরের হাঁড় ভেঙ্গে ফেলে। আলালকে মেরে রক্তাক্ত করে। তার কানের একটি অংশ কেটে ফেলে দিতে হয়েছে।
তিনি আরও বলেন, এভাবে কোম্পানীগঞ্জে হামলার পর হামলা, মামলার পর মামলা চলছে। এর আগেও সাংবাদিক মুজাক্কির ও আলা উদ্দিনকে হত্যা করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল হক কচি, আরমান চৌধুরী, মঞ্জিল চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী কাদের মির্জার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছে।
এ সময় সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে মঞ্জু বলেন, আপনার ভাইকে প্রশ্রয় দিয়ে কোম্পানীগঞ্জে কি ম্যাসেজ দিতে চান। আমরা জানতে চাই। তিনি আরও বলেন, এখন থেকে পুরো কোম্পানীগঞ্জে ৪৮ ঘন্টা হরতালের ঘোষণা করা হল।
এদিকে, হরতাল ঘোষণার করার পরপরই পুরো কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিজানুর রহমান বাদলের অনুসারীরা বিক্ষোভ করে। হরতালের সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন, চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট, চাপরাশিহাট ইউনিয়নের পূর্ব বাজার, বসুরহাট বাংলাবাজার সড়কের টেকের বাজারে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ সৃষ্টি করা হয়।
মন্তব্য করুন