- সারাদেশ
- কিশোরগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুটি পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাহবুব আলম (৪০) এবং শিহাব (৪৫)
নিহত মাহবুল আলম একই উপজেলার দেউঘর ইউনিয়নের মধ্য আলিনগর গ্রামের মোল্লা বাড়ির হাজী শাহাজাহান মোল্লার ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মাহবুল হাওর থেকে গরু আনতে যান। পথে বাঘাকান্তি হাওরে পৌঁছলে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে বাড়ির লোকজন হাওর থেকে মাহবুলকে উদ্ধার করে প্রথমে অষ্ট্রগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন রাত ১২ টার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাজিতপুরের হুমায়ূনপুর হাওরে মাছ ধরতে গিয়ে শিহাব(৪৫) নামের এক জেলের বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত শিহাব হুমায়ূনপুর নতুন হাটির আব্দুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শিহাব দেউঘর ইউনিয়নের সাভিয়ানগর ও হুমায়ূনপুর হাওরের মাঝামাঝি মরাখালে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় হাওর এলাকায় দুটি মহিষও মারা যায়।
অষ্ট্রগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা কামরুল ইসলাম বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন