- সারাদেশ
- যশোরে করোনা শনাক্তের হার এখনও উদ্বেগজনক, আরও ৩ জনের মৃত্যু
যশোরে করোনা শনাক্তের হার এখনও উদ্বেগজনক, আরও ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি
যশোরে করোনা শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমলেও এখনও উদ্বেগ কমেনি। গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার শনাক্তের হার ছিল ২৭ শতাংশ। এর মধ্যে মারা গেছেন আরও তিনজন। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতা বর্তমানে ৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুইজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আকতারুজ্জামান জানান, রোগী ভর্তির চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। যা নির্ধারিত শয্যা সংখ্যার দ্বিগুণ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছেন ৬৪ জন ও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৪২ জন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, শনাক্তের হার এখনও উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন