খুলনার পাইকগাছা উপজেলায় চিংড়িতে জেলি পুশ করার সময় রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার লস্কর ইউনিয়ন থেকে সাত কেজি পুশ করা বাগদা চিংড়িসহ তাকে আটক করা হয়।

আটক রবিউল লস্কর ইউনিয়নের ঘড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে পাইকগাছার কয়েকজন ব্যক্তি ওজন বাড়ানোর জন্য চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করেন। যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ঠিক তেমনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলি পুশ করা ৭ কেজি বাগদা চিংড়ি, সুই ও সিরিঞ্জসহ রবিউল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।