- সারাদেশ
- লালমনিরহাটে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আটক ৫
লালমনিরহাটে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আটক ৫

লালমনিরহাটের পাটগ্রামে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে রাতেই আটকদের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে বিজিবির কুচলিবাড়ি বিওপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আটককৃতরা হলেন-চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোবারক ঘোনা এলাকার আলাউদ্দিন ভূঁইয়া সাগর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচ্চালিয়াপাড়া এলাকার আশরাফ উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবানীপুর এলাকার আজিজুল হক, বরিশালের আগৈলঝাড়া থানার বারাক এলাকার রফিক মিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের রুহুল আমিন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের কুচলিবাড়ি বিওপি ক্যাম্পে ওই পাঁচ ব্যক্তি প্রবেশ করেন। তাদের মধ্যে একজন ক্যাম্প কমান্ডার নজরুল ইসলামের কাছে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে দহগ্রামের তিনবিঘা করিডোর দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনার প্রস্তাব দেন। এতে বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা ক্যাম্পে আসা ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর নেন। পরে তারা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বা গণভবনের কেউ নন বিষয়ে নিশ্চিত হয়ে তাদের আটক করে বিজিবি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) হাসিব বলেন, আটকদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন