যশোরের নওয়াপাড়ায় বৈধ কাগজপত্রবিহীন প্রায় আড়াইশ মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক পুলিশ। যশোর জেলা ট্রাফিক পুলিশের নেতৃত্বে গত তিন দিন এ অভিযান পরিচালনা করা হয়। পরে এসব মোটরসাইকেল অভয়নগর থানার উন্মুক্ত স্থানে রাখা হয়েছে। তবে এসব মোটরসাইকেল জব্দ করার সময় গাড়ির মালিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।

সাঈদ আলম বাচ্চু নামে একজন অভিযোগ করেন, মোটরসাইকেল আটকের সময় তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। মোটরসাইকেলের কাগজপত্র অফিসে রয়েছে বলার পরও খারাপ আচরণ করা হয়।

কনক দত্তের নামে আরেকজনেরও একই অভিযোগ, তার মোটরসাইকেল আটকের সময় এক ঘণ্টা পর কাগজপত্র এনে দেখাতে চাইলেও তা না করে মোটরসাইকেলটি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সাব-ইন্সপেক্টর কবির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাগজপত্র দেখছি। যাদের নেমপ্লেটসহ কাগজপত্র নেই তাদের মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বৈধ কাগজ আছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট নেই তাদের মামলা দিয়ে মোটরসাইকেল ছেড়ে দিচ্ছি। তবে খারাপ ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেন তিনি।