গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামাল নামে এক যুবককে বেদম মারধর করে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (মাছের ভিটা) গ্রামের আব্দুল কাদের হাউলিদারের ছেলে আসাদুজ্জামালের সঙ্গে আব্দুর রহিমের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

গত বৃহস্পতিবার সকালে আসাদুজ্জামালের ভাই স্থানীয় আল আমিনের কাছে জমি বন্ধক রেখে তিন লাখ টাকা নেন। ওই টাকা বাড়িতে রেখে আসার সময় মাছের ভিটা এলাকায় ওতপেতে থাকা আব্দুর রহিম ও তার লোকজন আসাদুজ্জামালের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তারা লাঠি দিয়ে আসাদুজ্জামালকে বেদম মারধর করে ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। 

আসাদুজ্জামালের চিৎকারে জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মমিনা বেগমসহ অন্যরা ছুটে এলে আব্দুর রহিম ও তার লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ফুলছড়ি থানায় এজাহার করা হয়েছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।