নগরীর ব্যস্ততম এলাকা চৌহাট্টা মোড়ে শনিবার দুপুরে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করেছেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী দাবি করে ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা করেন। 

ট্রাফিক সিগন্যাল অমান্য করার সময় পুলিশ তাকে বাধা দিলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সৌরভ শহরতলির টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। তিনি নগরীর টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগের একটি গ্রুপের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌরাস্তার মোড় চৌহাট্টা এলাকায় যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দু'দিকের রাস্তার যানবাহন বন্ধ করে অন্য দু'দিকের যানবাহন চলার সংকেত দেন। এ সময় সৌরভ সংকেত অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে সার্জেন্ট জসিম তাকে বাধা দেন। একপর্যায়ে দু'জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সৌরভ উত্তেজিত হয়ে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে তাকে মারধর শুরু করেন। এতে সার্জেন্ট জসিম আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ সৌরভকে আটক করে। আহত জসিম হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ জানিয়েছেন, সৌরভ নামের ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।