- সারাদেশ
- মাদক সেবনে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মাদক সেবনে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাইদুর রহমান
মাদক সেবনে বাধা দেওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সবজি ব্যবসায়ী সাইদুর রহমানকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী মাদকসেবী মনিরুল ইসলাম মনি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর উপজেলার যতারপুর গ্রামের কেরু মিয়ার ছেলে এবং মনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহত সাইদুরের বাবা কেরু মিয়া অভিযোগ করেন, আমার একমাত্র সন্তান সবসময় মানুষের কল্যাণে কাজ করত। গ্রামের মানুষের কাছেও সবার প্রিয় ছিল সাইদুর। মাদকাসক্তদের বিরুদ্ধে বলায় আমার সন্তানকে খুন হতে হলো। তিনি প্রশ্ন রেখে বলেন, সমাজে ভালো ও ন্যায় কাজ করা কি অন্যায়? আমার সন্তানেরও একটি ছেলে রয়েছে। সেও বাবাহারা হলো। তাও প্রকাশ্যে দিবালোকে। সমাজে যারা মনির মতো মাদকাসক্ত বখাটের জন্ম দিচ্ছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচার দাবি করেন তিনি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাসেম জানান, মনিরুল ইসলাম মনি একজন মাদকসেবী। সে রাস্তার পাশে গাঁজা সেবন করছিল। গাঁজা সেবনে বাধা দেওয়ায় প্রকাশ্যে সাইদুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে মনি। এ সময় মাদকসেবী মনিও গণপিটুনিতে নিহত হয়। তদন্তপূর্বক এ হত্যাকাণ্ডের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যাদুখালী যতারপুর বটতলা মাঠের মোড়ে একটি চায়ের দোকানে গল্প করছিলেন সাইদুর, মনিরুলসহ বেশ কয়েকজন কৃষক। এ সময় মনিরুল গাঁজা সেবন করছিল। মাদক সেবনে বাধা দেন সাইদুর রহমান। এতে তর্কে লিপ্ত হন উভয়ে। একপর্যায়ে মনিরুল কাছে থাকা হাঁসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর। সেখান থেকে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে মনিরুল। পরে গণপিটুনিতে সেও ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি সিআইডি ও পুলিশের একটি দল তদন্ত করছে। জড়িতদের কেউ ছাড় পাবে না।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুসনুর আলম খান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, সমাজে আর কোনো মনিরুল তৈরি হতে দেওয়া যাবে না। মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের মনিরুল যাদের আশ্রয়-প্রশ্রয়ে মাদকাসক্ত হয়ে উঠছে, তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনা হবে। নিহত সাইদুরের পরিবারের পাশে থাকবে প্রশাসন।
মন্তব্য করুন