পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাসযোগ্য পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ডেল্টাপ্ল্যান প্রকল্প হাতে নিয়েছেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে নদী ভাঙন ও পরিবেশ দূষণের মতো সমস্যা থাকবে না।

শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন নদী ও খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বেদখল হওয়া বিভিন্ন খাল উদ্ধার পূর্বক নদী ও খালগুলো দ্রুত খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু, এমপি মনিরা সুলতানা মনি, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল আহসান তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, ইউএনও সালমা খাতুন, পৌর মেয়র ডা. মেজবাহউদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা রশিদ, বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক ডেপুটি এটর্নি জেনারেল এড. শাহ আশরাফুল হক জর্জ, সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

উপজেলার বিভিন্ন এলাকার নদী ও খাল পরিদর্শন শেষে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, ভালুকার খিরু নদী, মেথুয়া নদী, লাইক্ষী নদী, বাঁকা খাল, চুল্লার খাল, রুপির খাল, বিলাইজুরি খালসহ স্থানীয় নদী ও খালকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার জন্য ড্রেজিং-পুনঃখননসহ যা যা করণীয় তাই করা হবে। এসব নদী ও খালকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষায় ৬৪ জেলা প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না।