বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় প্রায় তিন মাস পর ফের বিচারকাজ শুরু হচ্ছে। আগামী ২৭ ও ২৮ জুন সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। 

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার এ দিন ধার্য করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন।

করোনায় আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হলেও সাফাই সাক্ষ্য পর্যায়ে এ মামলার বিচারকাজ থমকে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল রোববার থেকে শুরু হয়েছে নিম্ন আদালতের স্বাভাবিক কার্যক্রম। প্রথম দিনই আবরার হত্যা মামলার বিচারকাজ শুরুর তারিখ ঘোষণা করেন বিচারক।

সবশেষ গত ১৮ এপ্রিল একই আদালতে এ মামলার সাফাই সাক্ষ্যের দিন ধার্য ছিল। কিন্তু লকডাউনের কারণে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গত ১৪ মার্চ মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।

এ মামলায় মোট ৪৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।