- সারাদেশ
- করোনায় কনস্টেবলের মৃত্যু
করোনায় কনস্টেবলের মৃত্যু

পুলিশ কনস্টেবল মো. আজিজুর রহমান
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মো. আজিজুর রহমানের মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি খুলনা জেলা পুলিশের পাইকগাছা কোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার মোড়গাছা গ্রামে। তার বাবার নাম মো. আবুল হোসেন সরদার।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আমরা একটি ক্রান্তিকাল পার করছি। আমাদের জেলায় পুলিশ সদস্যদের মধ্যে এ পর্যন্ত ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে এই প্রথম একজন মারা গেলেন।
মন্তব্য করুন