- সারাদেশ
- বগুড়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮
বগুড়ায় করোনায় আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে আরো ৯৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।
মৃত আটজনের মধ্যে দুইজন বগুড়ার জেলার বাসিন্দা। বাকি ছয়জনের মধ্যে পাঁচজনের বাড়ি জয়পুরহাটে এবং একজন নওগাঁর বাসিন্দা। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলেন, যারা মারা গেছেন তারা জেলা সদরের সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে চিকিৎসাধীন।
ব্রিফিংয়ে ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৪ নমুনার ফলাফলে ৯৮ জন অর্থাৎ ১৬ দশমিক ৬৮ শতাংশ করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭ টি নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। অন্যদিকে সেখানে জিন এক্সপার্ট মেশিনে ১৪ নমুনায় পাঁচজন এবং ৬৩ জনের এন্টিজেন পরীক্ষায় নয়জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০ নমুনায় আরও ১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আরও ৯৮ জনসহ জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন এবং ৪৯১ জন চিকিৎসাধীন।
মন্তব্য করুন