- সারাদেশ
- ধামরাইয়ে পুলিশ পরিচয়ে বিদ্যুতের সাব-স্টেশনে ডাকাতি
ধামরাইয়ে পুলিশ পরিচয়ে বিদ্যুতের সাব-স্টেশনে ডাকাতি

ঢাকার ধামরাইয়ের বালিয়া-মাদারপুর নতুন বিদ্যুতের সাব-স্টেশনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি হয়েছে। বুধবার রাতে ডাকাতরা ওই সাব-স্টেশনের ইঞ্জিনিয়ারসহ চার লাইনম্যানকে পিটিয়ে ও হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুট করেছে।
ডাকাতদের হামলায় গুরুতর আহতদের স্থানীয় সীমান্ত জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাইয়ের বালিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাকযোগে এসে প্রথমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুনের মামলার আসামি বালিয়া-মাদারপুর নতুন বিদ্যুতের সাব-স্টেশনে প্রবেশ করে। এরপর ডাকাতরা সাব-স্টেশনের প্রথম ও দ্বিতীয় তলার ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, তিন লাইনম্যান আবুল কাসেম, জসিম উদ্দিন ও মাসুদ রানাকে পিটিয়ে ও হাত-পা ও মুখ বেঁধে তাদের সঙ্গে থাকা নগদ টাকা, চারটি মোবাইল ফোন, হাত ঘড়ি, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, তিনটি ট্রান্সফরমার ও কয়েলসহ প্রায় ২০ লাখ টাকার মালপত্র লুটে নেয়। এরপর ডাকাতরা ট্রাকযোগে পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ধামরাইয়ের কুশুরা পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল নোমান বলেন, ডাকাতির ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন