ঝিনাইদহের হরিণাকুন্ডুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে উপজেলায় করোনায় ও উপসর্গে ৭ জনের মৃত্যু হলো। আর এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৭ জনসহ সাতদিনে আক্রান্ত হয়েছেন ৬২ জন। ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৯ দশমিক ২০ শতাংশ। আর এ পর্যন্ত উপজেলায় ৮১৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৭ জনের।

সর্বশেষ মারা যাওয়া চারজন হলেন-  শহরতলির মান্দারতলা এলাকার শুকুর আলী, রহিমপুর গ্রামের ছাব্দার হোসেন, নারায়ণপুর গ্রামের হাজি মনির উদ্দিন এবং কুলবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন মালিতা। এদের মধ্যে শুকুর আলী বৃহস্পতিবার দুপুর ১টায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার দুপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছাব্দার হোসেন, একই দিন সন্ধ্যায় নিজ বাড়িতে মনির উদ্দিন এবং মধ্যরাতে করোনার উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন মালিতার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জুন করোনায় মারা যান উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহানারা বেগম। এছাড়া গত ২১ জুন কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের মসলেম উদ্দিন ও একই দিন উপজেলার লক্ষিপুর গ্রামের ওমর আলী নামে আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।

ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া মৃত ওই চারজনের বাড়িসহ আশেপাশের অন্তত ৫০টি বাড়ি লকডাউন করা হয়েছে।