নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বসুরহাট বাজারের রূপালী চত্বরে বৃহস্পতিবার বেলা ৩টায় আওয়ামী লীগের দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কেন্দ্র করে এ ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান, আ'লীগের দুই পক্ষের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এরআগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের বাসায় প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে এ হামলা হয় বলে অভিযোগ করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাংশের মুখপাত্র মাহবুব রশীদ মঞ্জু। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩ টায় বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

এ ঘোষণার পরপরই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার একান্ত সহাকরী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বসুরহাট রূপালী চত্বরে সমাবেশের ডাক দেন। স্বপন তার নিজস্ব ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে এ সমাবেশের ডাক দেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বৃহস্পতিবার দুপুরে বলেন, আমি ঝামেলায় আছি, এ মুহূর্তে বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সন্ধ্যার পরে আপনার সাথে কথা বলব।