- সারাদেশ
- বুড়িচংয়ে বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ
বুড়িচংয়ে বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ

বুড়িচংয়ে বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর রুফিয়া ফিলিং স্টেশনের পাশের একটি বাড়ি থেকে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছটি জব্দ করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আলম মামুন জানান, স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে দেবপুর রুফিয়া ফিলিং স্টেশনের পশ্চিম পাশে শরিফপুর গ্রামের সাবান কবিরাজের ছেলে মো. ফারুক মিয়ার (৪০) বাড়িতে অভিযান চালাই। অভিযানে ফারুক মিয়ার ঘরের সামনে লাগানো ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা একটি গাঁজা গাছ পাওয়া যায়। এসময় ঘরের মধ্যে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ফারুক মিয়া পালিয়ে গেছেন। গাঁজা গাছটি তুলে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় বুড়িচং থানায় আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে ও পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন