পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হ্যাপী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর মহল্লার হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, হ্যাপী আত্মহত্যা করেছে।

মারা যাওয়া হ্যাপী ওই এলাকার হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে। সে গাজীপুর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ত।

হ্যাপীর পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে হ্যাপী ঘরের সিলিং এর সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পরিবার।

ভাণ্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, দুপুরে ময়নাতদন্তের জন্য মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে।