রাজশাহীতে চলমান কঠোর লকডাউনে যারা খাদ্যসংকটে ভুগছেন ৩৩৩ নম্বরে কল করলে খাবার বা নগদ টাকা তাদের বাসায় পৌঁছে দেবে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার নগরীর সাহেববাজার এলাকায় লকডাউনের সার্বিক পরিস্থিতি দেখতে গিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, বর্তমানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী অব্যাহত রয়েছে। এর বাইরেও নগর আওয়ামী লীগ ও সিটি করপোরেশন ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মানুষ খাদ্য সংকটে থাকবে না।

কর্মহীন কিংবা অসহায় কেউ ৩৩৩ নম্বরে কল করে জানালে প্রশাসন তার বড়িতে খাদ্যসহ নগদ অর্থ পৌঁছে দেবে।

লকডাউনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, শুরু থেকেই কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আগামী দিনগুলোতে লকডাউনের আসল উদ্দেশ্য সফল করতে পারব।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয় রাজশাহী সিটি করপোরেশন এলাকায়। এরপর এটি দুই দফা বাড়িয়ে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হয়।