সুইজারল্যান্ডের পার্লামেন্ট সদস্য হয়েছেন রাজবাড়ীর সুলতানা খান। দেশটির জুরিখ জোন থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

সুলতানার গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নে। তার বাবা এসএম রুস্তম আলী, মা রাজিয়া সুলতানা। পাঁচ ভাই দুই বোনের মধ্যে সুলতানা সবার ছোট। সুলতানার জন্ম ঢাকার মিরপুরে। তিনি ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি করেন।

এদিকে সুলতানার এই সাফল্যে আনন্দে ভাসছেন এলাকাবাসী। মিষ্টি বিতরণ করছেন সুলতানার আত্মীয়-স্বজনরা। সুলতানা ফোনে সমকালকে বলেন, ‘আমার এই অর্জন সব বাংলাদেশি ও সুইজারল্যান্ডে বসবাসরত সব বন্ধু-বান্ধবের অর্জন। নারী অধিকারের বিষয়ে কথা বলার পাশাপাশি আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করা।'

তিনি জনান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুইজারল্যান্ডে বাংলার প্রাধান্য রক্ষা এবং সেখানে একটি শহীদ মিনার করার ইচ্ছা রয়েছে তার।