করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট পৌর এলাকায় ২৬ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।

লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানান, গত এক মাসে পৌরসভায় করোনা রোগীর সংখ্যা উদ্বেজনক হারে বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাফেরা করছে। এসব বিবেচনায় পৌর এলাকায় শনিবার থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

লালমনিরহাট সিভিল সার্জন নির্মেলুন্দ রায় জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। হাসপাতালে চারটি হাইপো নেজাল ক্যানুলার মাধ্যমে গুরুতর অসুস্থ রোগাীকে অক্সিজেন সরবরাহ করা যাবে বলে তিনি জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত এক হাজার ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ১১৩ জন এবং মারা গেছেন ১৯ জন।