- সারাদেশ
- সুনামগঞ্জে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত
সুনামগঞ্জে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

৫৮ জনের নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১৯ জন। যা গত ১৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ করোনা শনাক্ত। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন, তাহিরপুরে ৪ জন, ছাতকে ৬ জন এবং জগন্নাথপুর উপজেলার ৫ জন রয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়।
রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আইসোলেশনে আছেন ৮৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়া ছাতক উপজেলার ২৩ জন, তাহিরপুর উপজেলার ১০ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, দিরাই উপজেলার ৪ জন, ধর্মপাশা উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ১৩ জন আইসোলেশনে রয়েছেন। সুনামগঞ্জে ৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২, ৯১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২, ৮০৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ৩০ জন মারা গেছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১,২৫৪ আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১,২১৪ জন। দোয়ারাবাজার উপজেলায় ১৩৮ জনের মধ্যে ১৩৭ জন, তাহিরপুর উপজেলায় ৬৭ জনের মধ্যে ৫৬ জন, জামালগঞ্জ উপজেলায় ১০৭ জনের মধ্যে ১০৫ জন, দিরাই উপজেলায় ১২২ জনের মধ্যে ১১৬ জন, ধর্মপাশা উপজেলায় ৫০ জনের মধ্যে ৪২ জন, ছাতক উপজেলায় ৬৪৩ জনের মধ্যে ৬১০ জন, জগন্নাথপুর উপজেলায় ২৪৮ জনের মধ্যে ২৩৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৪৬ জনের মধ্যে ১৪৭ জন সুস্থ হয়েছেন। বিশ্বম্ভরপুর ও শালতা উপজেলায় বর্তমানে করোনা আক্রন্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২০ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১৯ হাজার ৮২০ জনের। করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন। এদিকে অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৭৫৮ জনের যার মধ্যে শনাক্ত হয়েছে ১৮০ জন।
মন্তব্য করুন