- সারাদেশ
- সিনহা হত্যা মামলার আসামি সাগর কারাগারে
সিনহা হত্যা মামলার আসামি সাগর কারাগারে

সিনহা মো. রাশেদ খান
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশীটভুক্ত ও পলাতক আসামি কনস্টেবল সাগর দেব'কে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে ২৭ জুন জামিন শুনানির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন টেকনাফ থানার সাবেক এই কনস্টেবল। এসময় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, ২৭ জুন আরেক আসামি পুলিশের সাবেক কনস্টেবল রুবেল শর্মার জামিন শুনানির আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবিলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
মন্তব্য করুন