- সারাদেশ
- সুন্দরবনে ৫ জেলে আটক
সুন্দরবনে ৫ জেলে আটক

সাতক্ষীরার রাজাখালী খাল। ছবি: সংগৃহীত
অবৈধভাবে বাগদা রেণু সংগ্রহের সময় পাঁচ জেলেকে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরার রাজাখালী খাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের সফেদ আলীর ছেলে মোশারফ গাজী, জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম, সাকাত শেখের ছেলে কাদের শেখ, জিয়াদ গাজীর ছেলে অভেদ আলী ও বৈশখালী গ্রামের শেখ রাশিদুলের ছেলে ফজের আলী।
স্মার্ট পেট্রল দলের প্রধান মো. নাসিরউদ্দীন সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা পোনা তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়েছে।
সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, এই মুহূর্তে সুন্দরবনের মাছের প্রজনন মৌসুম চলছে। কোনো জেলেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। অবৈধ অনুপ্র্রবেশের কারণে বাগদার রেণু সংগ্রহকালে ৫ জেলেকে আটক করা হয়। বন আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন