সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় চলমান লকডাউনের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে জেলায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যজন একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। 

এই নিয়ে জেলায় ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ২৯৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৩ জন। 

গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষা শেষে ৬৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৩৪ জন। বর্তমানে ৩৯০ জন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন মোট ৪২ জন।

এদিকে সাতক্ষীরায় চলমান লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলাব্যাপী লকডাউন কার্যকর থাকবে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-১ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহসহ কমিটির সদস্যরা যুক্ত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন আরও বাড়ানো হবে কি-না সে বিষয়ে বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এ সভায় করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আরও সাত দিন লকডাউন বাড়ানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষ যাতে লকডাউন মেনে চলে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।