- সারাদেশ
- মানিকছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মানিকছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে এক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
তারা হলো- মানিকছড়ি উপজেলাধীন হাতিমুড়া এলাকার শাহ আলমের মেয়ে নুসরাত জাহান ও উপজেলাধীন তিনট্যহরী বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাওন আহমদ।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে হাতিমুড়া এলাকায় বাড়ির পাশের ড্রেনের পানিতে ডুবে যায় নুসরাত। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার এক ঘণ্টা না যেতেই সকাল ১১টার দিকে তিনট্যহরী বাজার এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শাওন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ওসি মো. শাহানূর আলম জানান, পরিবারের কাছে লাশ হস্তার করা হয়েছে। বিধি অনুযায়ী অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন