ব্যানার সর্বস্ব সমবায় সমিতি গড়ে তুলে গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে কেটে পড়েছিল প্রতারক চক্র। দীর্ঘদিন পালিয়ে থাকা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান সমকালকে জানান, গ্রেপ্তার হওয়া মিজান ও হাফিজ তাদের প্রতারণা কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।   

তিনি বলেন, ‘সমিতির সদস্যদের কাছ থেকে সুদসহ মূল টাকা পরিশোধ করার অঙ্গীকার করলেও পরবর্তীতে তারা কোনটিই পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।’ 

তাদের প্রতারণার শিকার এক ব্যবসায়ী গাছা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার রাতে মিজান ও হাফিজকে গ্রেপ্তার করে পিবিআই।

মামলা সূত্রে জানা গেছে,গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন বোর্ড বাজার এলাকার বাসিন্দা শাহীন আলম। এসময় এলাকার বহু দোকানির সঙ্গে পরিচয় হয় তার। বছর দুয়েক আগে তিনি বন্ধু মিজান, হাফিজসহ ৭ বন্ধুকে নিয়ে ‘বোর্ড বাজার প্রতিভা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমবায় সমিতি গড়ে তুলেন। পরে মোটা অঙ্কের ঋণ দেওয়ার কথা বলে অন্তত ছয় শতাধিক সমিতির সদস্যের কাছ থেকে টাকা আদায় করতে থাকেন তারা। পরে কোটি টাকা আত্মসাৎ করেন তারা।