চট্টগ্রামে একটি বহুতল ভবনের নকশাবহির্ভূত তিনতলা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার নগরের কমার্স কলেজ রোডের মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় একটি ভবনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।

আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমেদ বলেন, ১০ তলা ভবনের নকশা অনুমোদন নিয়ে ১৩ তলা পর্যন্ত নির্মাণ করেছে সামার হোল্ডিং নামে একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান। ভবনটি নকশা না মেনে সম্প্রসারণ করা হয়েছে। আবার চারপাশে নির্ধারিত জায়গাও রাখেনি। অভিযান চালিয়ে নকশাবহির্ভূত অংশগুলো ভেঙে দেওয়া হয়েছে।

সিডিএ সূত্র জানায়, ২০১৬ সালের মে মাসে সিডিএ থেকে ১০ তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেন মোহাম্মদ জানে আলম। নিজেকে সামার হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে ফ্ল্যাট বিক্রি শুরু করেন তিনি। অন্তত ৪০ জনের কাছে ফ্ল্যাট বিক্রি করলেও মাত্র কয়েকজনকে তিনি ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন। এরমধ্যেই অনুমোদন না নিয়ে ভবনটি সম্প্রসারণ শুরু করেন তিনি। এতে বাধা দেন ফ্ল্যাট মালিকরা।

পরে তারা সিডিএতে অভিযোগ দিলে নকশা জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। বর্ধিত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় সিডিএ। সিডিএর আদেশের বিরুদ্ধে আদালতে যান ভবন মালিক। আদালতেও জালিয়াতি ধরা পড়ায় ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা ও তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। ওই মামলায় গত ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়ে দেড় মাস কারাভোগ করেন তিনি।