- সারাদেশ
- আমিন জুট মিলের শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বকেয়া পরিশোধ দাবি
আমিন জুট মিলের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

বকেয়া পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা। ছবি: সমকাল
শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও পাটকল চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমিন জুট মিলের ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আমির আব্বাস।
এতে বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়ন-চট্টগ্রাম জেলার সভাপতি রাজা মিয়া, সাম্যবাদী আন্দোলনের চট্টগ্রাম জেলার নেতা সত্যজিৎ বিশ্বাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শাহ মোহাম্মদ শিহাব, বদলি শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা মো. তানসেন, শ্রমিক নেতা মো. হানিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করার সময় দুই মাসের মধ্যে সব শ্রমিকের পাওনা পরিশোধ এবং মিলগুলোকে আধুনিকায়ন করে পুনরায় চালুর ঘোষণা দেয় সরকার। অথচ বদলি ও অস্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ এখনও শুরুই হয়নি। কবে নাগাদ তা পরিশোধ করা হবে, এর সুনির্দিষ্ট সময়ও জানাতে ব্যর্থ হয়েছেন পাটমন্ত্রী ও বিজেএমসি নেতারা। এ অবস্থায় বদলি শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাদের অধিকাংশ বেকার। তারা বাসা ভাড়া জোগাড় করতে পারছেন না। না খেয়ে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অনিশ্চিত হয়ে পড়েছে তাদের সন্তানদের শিক্ষাজীবন।
তারা আরও বলেন, গণমাধ্যমে আমরা জেনেছি, বিজেএমসিকে তদারকি সংস্থায় রূপান্তর করে পাটকলগুলো ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। এর মধ্য দিয়ে বিজেএমসির মাথাভারি প্রশাসনকে সরকারের শ্বেতহস্তীর মতো পুষতে হবে, অন্যদিকে কলগুলো বেসরকারি মালিকদের লুণ্ঠনের জায়গায় পরিণত হবে। তাই দেশের বিশেষজ্ঞ, শ্রমিক সংগঠন, বুদ্ধিজীবীদের সমন্বয়ে সুষ্ঠু নীতি প্রণয়ন করে পাটকল চালু করতে হবে। কর্মসূচি থেকে ২৮ জুন জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং ৩০ জুন ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন