চট্টগ্রামসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাহাড়তলী ওয়ার্ড অটোরিকশা চালক, শ্রমিক ও মালিকরা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বলা হয়, নগরে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে কয়েক লাখ মানুষ। বন্দর নগরী চট্টগ্রামের বেশি এলাকা পাহাড়ি। এ কারণে এ অঞ্চলে প্যাডেল চালিত রিকশা  চালানো খুবই কষ্টকর। করোনা ও লকডাউনের কারণে দুর্বিষহ জীবন পার করছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালিয়ে সংসার চালানো অনেক মানুষ।

গত দেড় বছরের বেশিরভাগ সময় ছিল না কোনো আয় রোজগার। এ অবস্থায় একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্ত অনেক গরিব-অসহায়দের পেটে লাথি মারার শামিল। যেকোনো কিছুর বিনিময়ে হলেও এমন সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাহলে না খেয়ে অনেক পরিবারকে মারা যেতে হবে।

এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন নেতারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।