খুলনায় করোনায় কর্মহীন পাঁচশ পঞ্চাশ জন দোকান কর্মচারী, নরসুন্দর এবং গৃহকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হযেছে। বৃহস্পতিবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিকা রুনু ইকবাল, যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। লকডাউন চলাকালে খুলনা মহানগর এবং উপজেলাগুলোতে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।