রংপুরে ১ কোটি ৩৯ লাখ টাকার বিড়ির নকল ব্যান্ডরোলসহ আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডস্থ কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব খামারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পরিবহনের উদ্দেশ্যে ভ্যানে উঠানোর সময় ৩ বস্তায় ১৩ লাখ ৮০টি নকল ব্যান্ডরোলসহ আশিকুলকে আটক করা হয়।

আশিকুল কাউনিয়া উপজেলার হারাগাছ কার্তিক মধ্যপাড়া গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে। এ ঘটনায় আটককৃত আশিকুলকে গঙ্গাচড়া থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান সাজ্জাদ হোসেন।