নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ড্রাইভার মাসুদ রানা(২৬) ও হেলপার রাসেল হোসেন (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার সতিহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের টেমা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও রাসেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চকরশিদ গ্রামের বাবর উদ্দিনের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিকেল ৩টার দিকে রাজশাহীর নাহার অ্যাগ্রো গ্রুপ কোম্পানির একটি খামার থেকে মুরগির বাচ্চা নিয়ে নওগাঁর একটি খামারে আসছিল পিকআপটি। পথে মান্দা উপজেলার সতিহাটের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পিকআপ চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় পিকআপ চালক মাসুদ রানা মারা যান। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলপার রাসেলের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় প্রায় ৫০০ মুরগির বাচ্চা মারা যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও এর চালক কিংবা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বাস ও পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।